আটঘরিয়া বিএনপির সদস্য সচিব ফারুককে পদ থেকে অব্যাহতি
পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মো: ফারুক আহমেদকে দলীয় পদবী থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
গত শনিবার ৯ আগষ্ট পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মাকসুদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দলীয় শৃংখলা পরিপন্থী
কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ ও প্রমানের ভিত্তিতে আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।
উল্লেখ্য মো: ফারুক আহমেদ মাজপাড়া ইউনিয়ন পরিষদের একজন নির্বাচিত চেয়ারম্যান।
১নং যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন আলমকে সদস্য সচিব (ভারপ্রাপ্ত) পদে দায়িত্ব দেয়া হয়েছে।