পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়া সরকারি মডেল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৫ ফেব্রুয়ারী) সকালে ক্রিড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম রতন।
বিদ্যালয় এর ছায়া ঘেরা মাঠে দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন আটঘরিয়া উপজেলার চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম।
আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবোতর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোহাঈম্মীন হোসেন চঞ্চল,
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল আজিজ, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাদিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহজাহান আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ জহুরুল হক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন খানের সার্বিক ব্যবস্থাপনায় ও আমন্ত্রণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান,
বি এল কে উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন, ইশারত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ সাইদুল ইসলাম, শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ গোলজার হোসেন প্রমুখ।
ক্রীড়া পরিচালনা করেন বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক মোঃ আব্দুল মোমিন, সিনিয়র শিক্ষক মোঃ আবু রাসেল, মোঃ হেলাল উদ্দিন খান। ধারা বর্ণনা দেন সিনিয়র শিক্ষক মোঃ ফারুক হোসেন, আশরাফ আলী, শিউলি খাতুন।
দিনব্যাপী এই আয়োজনে বিদ্যালয়ের ৬০টি ইভেন্টে প্রায় ১২ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।