আটঘরিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

২২৩

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে আটঘরিয়ার গোড়ারীবাজার থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।

২ জানুয়ারিতে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম এর নির্দেশনায় পাবনা জেলাকে মাদক,সন্ত্রাস ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখা, পাবনার একটি অভিযানিক দল ২ জানুযারিতে আটঘরিয়ার গোড়ারীবাজারে অভিযান চালিয়ে মোঃ মোস্তাফিজুর রহমান নামের মাদক ব্যবসায়ীকে ২০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে।

সে চাটমোহর উপজেলার নেংরী উত্তর পাড়ার মোঃ আমিনুল ইসলামের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অভিযানে তাকে আটক করা হয়। আসামীর বিরুদ্ধে আটঘরিয়া থানায় মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।

Comments are closed.