
এসময় কিশোর গ্যাং ডাকাতরা প্রায় আড়াই লাখ টাকার সোনার গহনা, নগদ টাকা ও পোশাকাদী নিয়ে যায়।
রবিবার( ৩০ অক্টোবর) ভোর রাতে ডাকাতদলে ৫-৬ জনের কিশোর গ্যাং ছিল বলে বাড়ির লোকজন জানায়। যাদের সবার বয়স ১৫ থেকে ২০ বছর।
আব্দুল মোতালেব জানায়, এদিন তার বাড়িতে মহিলা আত্মীয়-স্বজন বেড়াতে এসেছিল। ডাকাত দলের সবাই মুখবেঁধে ধারালো অস্ত্রসস্ত্রসহ বাড়িতে ঢুকে বাড়ির সবার মুখে কস্টেপ মেরে ঘরে আটকিয়ে রাখে।
এসময় ডাকাতরা বাড়ির লোকজনের ৩-৪ ভরি সোনার গওনা, নগদ ৭-৮ হাজার টাকা এবং কাপড়চোপড় নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে আটঘরিয়া থানা থেকে পুলিশ ভোরে এসে তথ্যাদি নিয়ে যায়। কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
Comments are closed.