
সোমবার (১৪নভেম্বর) আটঘরিয়া উপজেলা চত্বরে প্রশাসনের আয়োজনে এই মেলার উদ্বোধন হয়। ছোট পরিসরের আয়োজন হলেও মেলাতে ১৬টি স্টলে উপজেলার সব সরকারি, বেসরকারি দপ্তর ও স্থানীয় বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান তাদের নতুন নতুন আবিষ্কার ও উদ্ভাবন নিয়ে হাজির হয়।
স্টল গুলো হলো উপজেলা কৃষি অফিস, স্বাস্থ্য কমপ্লেক্সে, প্রাণী সম্পদ দপ্তর, ভুমি অফিস, ডিজিটাল সেবা,তথ্য কেন্দ্র, মৎস্য অফিস,থানা ও পল্লী বিদ্যুৎ সমিতি-১, হাতের মুঠোয় সেবা ব্যাংক, ইউডিসি, পৌরসভা ও প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কর্মসৃজস, মাধ্যমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, যুব উন্নয়ন,এলজিইডি।
সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি র্্যালী বের হয়ে দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু’র সভাপতিত্ব এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা শুভ উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম।
আটঘরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক প্রমুখ।
উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ, মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, স্বাস্থ্য পঃ পঃ কর্কর্তা ডা. আব্দুল্লাহ আল আজিজ, উপজেলা প্রনী সম্পদ কর্মকর্তা রুমানা আক্তার রোমি, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ ডিজিএম কামাল হোসেন, সমাজ সেবা কর্মকর্তা ইসমত জেরিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম শাজাহান আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোনতাকিমুর রহমান, সহকারি প্রোগ্রামার রোকনুজ্জামান প্রমুখ।
উদ্ভাবনী মেলাতে বর্তমান সরকারের নানা উন্নয়ন প্রকল্পের চিত্র তুলে ধরা হয় এবং মেলা শেষে বিজয়ী তিন জনকে পুরস্কৃত করা হয়।