
বৃহস্পতিবার (১৭আগষ্ট) রাতে আটঘরিয়া বাজার শ্রী নব কুমারের বাড়িতে মনসা পূজা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক শ্রী অর্পণ কুমার বানিয়াত, পৌর আদিবাসী সমিতির সদস্য রাজ কুমার, সদস্য কল্পনা রানী প্রমুখ।
উক্ত শ্রী শ্রী মনসা পূজায় কৃর্তন পরিবেশন করেন খিদিরপুর জয় গুরু সম্প্রদায়ের দয়াল, চবন, বাসু, বাসু সহ অনেকেই।
Comments are closed.