আটঘরিয়া উপজেলা পর্যায়ে আন্ত: প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

২৬৩

আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি :  আটঘরিয়া উপজেলা পর্যায়ে আন্ত: প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬জুন) সারাদিন ব্যাপি দেবোত্তার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এসময় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু।

উক্ত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণকালে বক্তব্য রাখেন আটঘরিয়া আটঘরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোনতাকিমুর রহমান, সহকারি শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান খাজা, সহকারি শিক্ষা কর্মকর্তা সুলতান মাহমুদ, সহকারি শিক্ষা কর্মকর্তা আয়শা আক্তার, উপজেলা ইউআরসি কর্মকর্তা কামরুল হাসান। এসময় ক্রীড়া সঞ্চালনায় ছিলেন সহকারি শিক্ষক আরিফুল ইসরাম, মুকুল হোসেন, রিপন হোসেন।

এসময় দেবোত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ারা বেগম, শ্রীকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনি, কচুয়ারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমীন আক্তার সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক/সহকারি শিক্ষক এবং ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com