আত্রাইয়ে অগ্নিকান্ডে মালামালসহ দোকান ভস্মিভূত

0 ১৮৭
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে অগ্নিকান্ডে দোকান ভস্মিভূত হয়েছে। এতে করে দোকানে থাকা মালামালসহ মূল্যবান কাগজপত্র পুরে গেছে। বুধবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের জগদাশ বাজারে মেসার্স সাফা ট্রেডার্স নামে দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
দোকান মালিক সজেদুর রহমান বলেন, বুধবার রাত ৮টার দিকে দোকান বন্ধ করে আমি বৈটাখালী বাজারে চুল কাটতে গিয়েছিলাম। চুল কেটে বাড়ি আসার সময় আমার কাছে ফোন আসে আমার দোকানে আগুন লেগেছে, আমি এসে দেকানের ভিতরে আগুন জ্বলতে দেখে। পরে আমি দোকান খুলে দিলে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। পরে আত্রাই ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দিলে তারা এসে আগুন পুরেপুরি নিয়ন্ত্র আনে। ততক্ষনে আমার দোকানে থাকা মালামালসহ দোকানের ১৫ লক্ষ টাকার বাঁকীর খাতা পুরে ভস্মিভূত হয়ে যায়। তবে আমার ধারণা শর্টসার্কিট থেকে এই আগুন ধরেছে।
উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মইনুর রহমান জানান, আমরা রাত সাড়ে ১১ টার দিকে খবর পেয়ে সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রনে এনেছি। কিন্তু পৌছার আগেই দোকানে থাকা চেয়ার-টেবিল ও মালামাল পুরে ভস্মিভূত হয়ে গেছে। তবে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারণা করছেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.