আত্রাইয়ে আন্তঃজেলা গরু চোর চক্রের ৪ সদস্য আটক, গরু ও ট্রাক উদ্ধার

0 ১৭১

আাত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাাঁর আত্রাইয়ে পুলিশের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে থানা পুলিশ। বুধবার (১মার্চ) দিবাগত রাতে নওগাঁ ও বগুড়ার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে একটি মিনি ট্রাক ও চারটি গরু উদ্ধার করা হয়। আটকদের বৃহস্পতিবার জেল হাজতে পাঠানো হয়েছে।
আটকরা হলেন, নওগাঁ সদর থানার জগৎসিংপুর গ্রামের গোলম মোস্তাফার ছেলে ইমরান হোসেন (২৯), রাণীনগর থানা
র গোনা (উত্তরপাড়া) গ্রামের মৃত বাছেদের ছেলে রফিকুল ইসলাম (৪০), একই থানার পাকুরিয়া (বড়পুকুর) গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জহুরুল ইসলাম (৩২), আদমদিঘী থানার পশ্চিম সিংড়া গ্রামের মৃত ছলিম মন্ডলের ছেলে ট্রাক ড্রাইভার হারু অর রশিদ হারুন (২৮)।
বৃহস্পতিবার (২মার্চ) সকাল ১১ টার সময় আত্রাই থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার  এ তথ্য জানিয়েছে। তিনি আরো জানান, গত মাসে ১৬ তারিখে দিবাগত রাতে আত্রাই থানার কাসুন্দা গ্রামের জাকির হোসেনের ৫টি গরু এবং ২৭ তারিখে দাড়িয়াগাঁথী গ্রামের আব্দুর রহমানের ৩টি গরু চুরি হয়। এ ঘটনায় আত্রাই থানায় চুরির মামলা দায়ের করা হয়। পরে নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) মহাদয়ের সার্বিক সহয়াতায় আমরা চোরদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে। যার ধারাবাহিকতায় বুধবার দিবাগত রাতে নওগাঁ ও বগুড়ার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এবং তাদের নিকট থেকে একটি মিনি ট্রাক ও আসামী ইমরানের বাড়ি থেকে চুরি যাওয়া ৫টি গরুর মধ্য হতে ২ টি গরু এবং ৩টি গরুর মধ্য ২ টি গরু মোট চারটি গরু উদ্ধার করা হয়। আটকরা থানায় দায়ের হওয়া মামলার গরু চুরির কথা স্বীকার করেন।
আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, তাদের বৃহস্পতিবার জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.