আত্রাইয়ে ইউপি সদস্যের পুকুরে বিষ প্রয়োগে চার লাখ টাকার মাছ নিধন 

0 ৬৪
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে এক ইউপি সদস্যের পুকুরে বিষ দিয়ে প্রায় চার লাখ টাকার মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। রোববার রাতে কে বা কাহারা এই বিষ প্রয়োগ করে। ইউপি সদস্য বিপ্লব আকন্দ উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের ভোঁপাড়া গ্রামের রফিকুল আকন্দের ছেলে। এঘটনায় থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিপ্লব হোসেন জানান,তার ফুফুর নিকট থেকে প্রায় পৌনে তিন বিঘা জলার একটি পুকুর লিজ নিয়ে দীর্ঘ প্রায় ১৫বছর ধরে মাছ চাষ করে আসছেন। চাষকৃত পুকুরে কে বা কাহারা রোববার রাতের অন্ধকারে বিষ প্রয়োগ করে। এতে পুকুরে থাকা কাতলা,রুই,সিলভার,গুলশা,টেংরাসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠেছে। সোমবার সকালে খবর পেয়ে পুকুরে গিয়ে তিনি দেখতে পান পুকুরের সব মাছ মরে ভেসে ওঠেছে এবং পুুকুরের পানি থেকে বিষের গন্ধ ছড়িয়ে পরেছে। এতে তার প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। তিনি জানান,পূর্ব শত্রুতার জের ধরে হয়তো কেউ পুকুরে বিষ প্রয়োগ করেছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান,খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনত ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.