আত্রাইয়ে এক কেজি গাঁজাসহ দুই জন গ্রেফতার 

0 ১১০
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই থানাপুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার রাতে উপজেলার খোর্দ্দ বোয়ালিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ওমর ফারুক ওরফে শাহাবদ্দিন ওরফে শাবু (৩১) উপজেলার খোর্দ্দ বোয়ালিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে এবং অপরজন নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার হালতি গ্রামের আবুল কাশেমের ছেলে ওয়াজেদ আলী ওরফে ফলেন (৫০)। রাতেই তাদের বিরুদ্ধে মামলা রুজু করে রোববার আদালতে সোর্পদ করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন,শনিবার রাত অনুমান সোয়া আটটায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মাদক বিক্রির জন্য দুইজন গাঁজা নিয়ে আসছে। এমন সংবাদে খোর্দ্দ বোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামে একটি বাগানের পার্শ্ব থেকে ফলেন ও শাবু কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকালে তাদের নিকট থেকে মোট এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে রোববার আদালতে সোর্পদ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.