আত্রাইয়ে চোলাই মদসহ এক নারী আটক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে পুলিশের অভিযানে দেশীয় চোলাই মদ সহ এক নারীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তার নিউ বাড়ি হতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুই লিটার দেশীয় চোলাই মদ জব্দ করা হয়। আটককৃত হলেন, উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া মৃধা পাড়া গ্ৰামের জব্বার মন্ডলের স্ত্রী রেখা বেগম ওরফে রিজিয়া।