আত্রাইয়ে জনপ্রতিনিধিদের নিয়ে নৌকা ভ্রমন

0 ১৭৯
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে জনপ্রতিনিধিদের নিয়ে নৌকা ভ্রমন অনুষ্ঠিত হয়েছে। মেম্বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং উপজেলা পরিষদের আয়োজনে বৃহস্পতিবার এই নৌকা ভ্রমন অনুষ্ঠিত হয়। উপজেলার সাহেবগঞ্জ বাজার থেকে নৌকায় উঠে আত্রাই নদীর গুরুদাসপুর হয়ে সিংড়ার মিনি কক্সবাজার হিসেবে খ্যাত নাটোর চলনবিল হয়ে তিসিখালীর হযরত ঘাশি দেওয়ার মাজার ভ্রমন করেন।
নৌকা ভ্রমনে নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাছ আলী,উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম উপস্থিত ছিলেন।
এ ছাড়াও উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বারসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.