আত্রাইয়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

0 ২১৩
আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা -২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৬ জুন) বিকেলে উপজেলা পরিষদ মাঠে এ ফাইনাল খেলা আয়োজন করা হয়। খেলায় ভোঁপাড়া ইউনিয়ন একাদশকে ১-০ গোলে পরাজিত করে আহসানগঞ্জ ইউনিয়ন একাদশক চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক আক্কাছ আলী, সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসান, তোজাম্মেল হক ডাবলু, আব্দুল হামিদ, আব্দুর রশিদ, আহসানগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যানম ঞ্জুরুল আলম, ভোঁপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দিনসহ আরো অনেকে।
খেলা শেষে মাননীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল মহাদয় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Leave A Reply

Your email address will not be published.