আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: “স্মাট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়” এ স্লোগানকে গানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় প্রস্তুতি দিবস-২০২৩ পালিত হয়েছে। এই উপলক্ষে শুক্রবার (১০মার্চ) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বাহির হয়। পরে বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রমাণিক, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেহেদী হাসান, যুব উন্নয়ন অফিসার এস.এম নাসির উদ্দিন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মইনুর রহমান, ইসমাইল হোসেন প্রমুখ।