আত্রাইয়ে পিপিআর ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণে টিকা কর্মসূচ

0 ৪২

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: “পিপিআর রোগের টিকা দিন,ছাগল ও ভেড়া সুস্থ্য রাখুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশেন্যায় ন‌ওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের বিনামূল্যে ২য় ডোজ টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে‌। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১১ টার সময় উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের ঘোষপাড়া বাজার এলাকায় এই টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু আনাছ,যুব‌ উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন,মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন,‌ওয়ার্ড মেম্বার আঃ করিম প্রামাণিক উপস্থিত ছিলেন।
ডাঃ আবু আনাছ বলেন, এ বছর উপজেলায় মোট ২লক্ষ ১৫হাজার ২৪০টি ছাগল এবং ৪৪হাজার ৭৬০টি ভেড়া রয়েছে। এবং টিকা বরাদ্দ এসেছে ২লক্ষ ২ হাজার। আমাদের এই টিকা কর্মসূচি ১অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চালু থাকবে।

Leave A Reply

Your email address will not be published.