আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর ‘জুলিও-কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ মে) দুপুরে আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ্ মোহাম্মদ আবুল কালাম আজাদ, উপজেলা তথ্য সেবা কমকর্তা দিলরুবা জান্নাত, আনসার ভিডিপি কর্মকর্তা আমিনুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে চিত্রাংকন প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।