আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: “বাংলা ইশারা ভাষার প্রসার করি-স্মাট বাংলাদেশ গড়ে তুলি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টার সময় উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাসের সভাপতিত্বে ও উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি এম কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রমাণিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম।
এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সোহেল রানা,সহকারী ইন্সট্রাক্টর ফররুখ আহমেদ,মাধ্যমিক শিক্ষা অফিসার মামুনূর রশিদ,একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার,উপজেলা সহকারী প্রগ্ৰামার শিশির আহমেদ,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সাইফুল ইসলাম,কনসালট্যান্ট ফিজিওথেরাপি আসাদুজ্জামানসহ উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং সেবা গ্ৰহীতা উপস্থিত ছিলেন।