
বুধবার (১২ জুলাই) দুপুরে এই অভিযান পরিচালনা করে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেন নওগাঁ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ রুবেল আহমেদ। অভিযানে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় ইসতিয়াক স্টোরকে ৩ হাজার, লিমন স্টোরকে ৫ হাজার ও ছাব্বির স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নওগাঁ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ রুবেল আহমেদ বলেন, আমরা ভোক্তাদের অধিকার রক্ষায় ও দ্রব্য মূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁ জেলার সকল উপজেলায় নিয়মিত বাজার অভিযান পরিচালনা করে থাকি।