আত্রাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

0 ২০১
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: শিক্ষা সহায়ক উপহার হিসেবে নওগাঁ আত্রাইয়ে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮০জন মেধাবী শিক্ষার্থীর হাতে ট্যাবলেট (ট্যাব) তুলে দেওয়া হয়েছে। উপজেলার মাধ্যমিক পর্যায়ে ৯ম ও দশম শ্রেণীর ১ম, ২য় ও ৩য় রোলধারীদের মাঝে এসব ট্যাবলেট (ট্যাব) বিতরণ করা হয়।
সোমবার (১৭ এপ্রিল) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উপজেলা নিবার্হী কর্মকর্তা ইকতেখারুল ইসলামে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামাণিক।
অনুষ্ঠানে অন্যানের মধ্য আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মামুনুর রশিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকারসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরা।
এ সময় প্রধান অতিথি তার বক্তবে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে স্মাট বাংলাদেশের স্বপ্ন দেখছেন সেই স্মাট বাংলাদেশ গড়তে শিক্ষার কোন বিকল্প নাই, তাই শিক্ষাকে আরো সহজ ও বেগোবান করতে শিক্ষা সহায়ক উপহার হিসেবে এই ট্যাবলেট (ট্যাব) মেধাবী শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হচ্ছে। এ সময় তিনি শিক্ষার্থীদের ভালো পড়াশোনার পাশাপাশি একজন ভালো মানুষ হওয়ার কথাও বলেন।

Leave A Reply

Your email address will not be published.