‘আনমনে’ হয়ে এলেন তাহসান-মালা

0 ৪৫৭

বিনোদন ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান ও মালার কন্ঠে নির্মিত একটি মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে স্বনামধন্য চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান সিলভার স্ক্রিনের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘সিলভার স্ক্রিন’-এ গানটি প্রকাশ করা হয়। ‘আনমনে’ শিরোনামের এ গানে কন্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা ও সুর করেছেন মালা নিজেই। গানটির সংগীত পরিচালনা করেছেন সাকের রেজা। তানিম রহমান অংশুর পরিচালনায় বেশ কয়েকটি লোকেশনে মিউজিক ভিডিওটিতে পারফর্ম করেছেন সাইফ সাইফুল ও রাজকুমারী রিয়া।

মিউজিক ভিডিওটি সম্পর্কে সিলভার স্ক্রিনের কর্ণধর শাহিন কবির বলেন, ‘সিলভার স্ক্রিন জন্মলগ্ন থেকেই চেষ্টা করে আসছে ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে। এরই ধারাবাহিকতায় প্রডাকশন হাউজটির অনলাইন ঠিকানা ‘সিলভার স্ক্রিন’-এর যাত্রা শুরু হলো। ভবিষ্যতে প্রতিষ্ঠানটির সব কাজ এই চ্যানেলটিতেই দেখা যাবে। সবাইকে চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকার জন্য আমন্ত্রণ জানায়।’

শাহিন কবির বলেন, ‘আগে গান শোনা যেতো কিন্তু দেখা যেতো না। প্রচুক্তির এই যুগে গান শোনার সঙ্গে সঙ্গে দেখার ব্যবস্থাও হয়েছে। উন্নতদেশগুলোর মতো আমারাও কোনো অংশে পিছিয়ে থাকতে চাই না। তাইতো গান রেকডিংয়ের পাশাপাশি সেটির দৃশ্যধারণ করে শ্রোতা-দর্শকদের দেখার ব্যবস্থাও করা হয়েছে।’

গানটির ভিডিও নির্মাণ প্রসঙ্গে শাহিন কবির বলেন, ‘তানিম রহমান অংশু সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। তিনি আরও আগেই তার দক্ষতা প্রমাণ করেছেন। এক কথায় বলবো একটি ভালো গান শোনার সঙ্গে সঙ্গে শ্রোতা-দর্শকদের যেন দেখতেও ভালো লাগে সেই চেষ্টাটাই তিনি করেছেন। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’

অনুষ্ঠানটিতে উপস্থিত হয়ে তাসহান খান বলেন, ‘আমি খুব লাকি ছিলাম। কারণ আমরা যে যুগে গান করা শুরু করি তখন পত্রিকায় গানের বিশ্লেষণ হতো। কিন্তু এখন আর পত্রিকায় গানের বিশ্লেষণ হয় না। এখন পত্রিকায় মিউজিক ভিডিও রিলিজ হয়েছে সেটা উপস্থাপন হয়। আগে একটা সময় ছিলো যখন অ্যালবাম নিয়ে কথা হতো। বলা হতো এই অ্যালবামটির এই চারটি গানের কথা একই রকম গভীরতা আছে। এই তিনটা গানের সুর কিভাবে হৃদয় ছুঁয়ে যায়। এই গানটার শেষে যে টানটা দিয়েছে সেটা কি দারুন। কি দারুন তার সুর। এরকম লেখা আমরা প্রতিনিয়তই পড়তাম। কিন্তু এখন আর এ রকম লেখা আমরা পড়ি না। এর কারণ হচ্ছে গানকে আমরা সেলিব্রেট কম করি। এরকম অনুষ্ঠানও আর হয় না। আর তাই হয়তো আমরা গানের প্রচারটাও ঠিকমতো করি না। যাইহোক প্রথমতো ধন্যবাদ জানাবো যারা এই গানটির পৃষ্ঠপোষক। দ্বিতীয়তো ধন্যবাদ জানায় আপনাদের। কারণ আপনারা এসছেন। আপনারা এসছেন বলেই হয়তো গান নিয়ে লেখা হবে। গানটি শুনে এবং দেখে আপনারা গানটি নিয়ে বিশ্লেষণ করবেন। সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে অতন্ত কষ্টের সঙ্গে একটি কথা বলতে চাই। সেটা হলো গত এক বছরে আমাকে নিয়ে অন্য যতো নিউজ হয়েছে বা আপনারা করেছেন। তার খুবই কম নিউজ হয়েছে আমার গান নিয়ে। এটি আমার জন্য এবং পুরো ইন্ডাস্ট্রির শিল্পীদের জন্য কষ্টের। যাইহোক আমি আগের মতো গান নিয়ে চুল ছেড়া বিশ্লেষণ আশা করছি সাংবাদিক ভাইদের কাছ থেকে। সব শেষ ধন্যবাদ দিতে চাই সিলভার স্ক্রিনকে। কারণ মিউজিক ইন্ডাস্ট্রিতে যতো বড় বড় কোম্পানি আসবে ততো ভালো ভালো গান করার সুযোগ হবে আমাদের। সিলভার স্ক্রিনের শাহিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। উনার কারণেই আসলে গানটি রিলিজ পায়েছে।’

গানটি সম্পর্কে তাহসান বলেন, ‘আপনারা যদি একটু পাশ্চাত্যের মিউজিক ভিডিও দেখেন। তাতে দেখতে পাবেন কোনো স্টোরি থাকে না। শুধু ফিল থাকে, কালারস থাকে, ইমোশন থাকে। আমার মনে হয় আমাদের এই গানটি ঠিক সেরকম কিছুই হয়েছে। তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা যারা ইন্ডাস্ট্রিতে আছি তারা সবাই নিজেদের স্থান থেকে নিজেদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো। আমার কাজ গান করা। আমি সেটার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো। আর সাংবাদিক ভাইদের কাজ সেই গান নিয়ে লেখা। আমি আশা করবো আপনারা আপনাদের সেরাটা দিয়েই সেই দায়িত্বটা ঠিক মতো পালন করবেন। তাহলেই ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে। আমাদের দেশের ইন্ডাস্ট্রিকে আমরা আরও শিখরে নিয়ে যাবে। ওহহহ আর একটা কথা না বললেই নয়, আমাদের এই গানটি কেমন লাগলো সেটা সত্যি করে বলবেন। যদি খারাপ হয় তাহলে অবশ্যই লিখবেন খারাপ হয়েছে। ডিসকাশনটা চাই।’

উল্লেখ্য, সিলভার স্ক্রিন প্রডাকশন থেকে ঢালিউডের দুই খান শাকিব খান এবং জায়েদ খানকে নিয়ে দুইটি চলচ্চিত্র নির্মাণ করেছে। প্রতিষ্ঠানটির ‘এইতো প্রেম’ চলচ্চিত্রটিতে শাকিবের বিপরীতে দেখা গিয়েছে অভিনেত্রী বিন্দুকে। এবং ‘প্রেম করবো তোমার সাথে’ চলচ্চিত্রটিতে জায়েদ খানের বিপরীতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। এছাড়া খুব শীঘ্রই সিলভার স্ক্রিন থেকে আরও কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করা হবে। ইতোমধ্যেই দুইটি চলচ্চিত্রের নাম নিবন্ধন করা হয়েছে পরিচালক সমিতিতে। সব কিছু ঠিক থাকলে খুব অল্প সময়ের মধ্যেই সেগুলোর কাজ শুরু হবে।

Leave A Reply

Your email address will not be published.