আন্দোলনের নামে নৈরাজ্য করলে আওয়ামীলীগ ঘরে বসে আঙ্গুল চুষবেনা- এস এম কামাল

২৭১

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালি, স¦াধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্বরন সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, রাজপথ বিএনপির না । রাজপথ আওয়ামীলীগের। মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আর একবার। এই স্লোগানে দেশ কাপাতে হবে। দেশের স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব আমাদের। বিএনপির আন্দোলনের নামে নৈরাজ্য-অরাজাগতা-তর্জন গর্জন করবে। আর আমরা ঘরে বসে আঙ্গুল চুষবে তা আর হতে দেয়া হবে না ।

তিনি আরও বলেন, মিথ্যা কথার পুরস্কারের ব্যবস্থা থাকলে তা প্রতি বছর বিএনপির ঘরে যেত। হাসিনার কারণে দেশ আজ উন্নয়নের রোল মডেল। সমগ্র বিশ্ব উন্নয়ন দেখে অবাক হয়েছে। এ কারণে শেখ হাসিনাকে হত্যার জন্য আবারো ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, তাদের আমলে মানবোতা কোথায় ছিলো। র‌্যাব কে তৈরী করে অসংখ্য আওয়ামীলীগ নেতা কর্মীকে হত্যা ও গুম করা হয়। খুনি জিয়া সেনা বাহিনী, বিমান বাহিনী অনেকে হত্যা করেছিল। বিএনপি ক্ষমতায় থাকলে শ্রীলঙ্কার আগে বাংলাদেশ শ্রীলঙ্কা হতো।

আজ মঙ্গলবার বিকেল ৩ টায় সিরাজগঞ্জ শহরের স্থানীয় বাজার স্টেশন সংগলœ মুক্তির সোপানে জেলা আওয়ামী লীগ আয়োজিত এই স্বরন সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. কে এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মেরিনা জাহান কবিতা এমপি,অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি,অধ্যাপক ডাঃ আব্দুল অজিজ এমপি, তানভীর শাকিল জয় এমপি, তানভীর ইমাম জয় এমপি,আব্দুল মমিন মন্ডল এমপি,পৌর মেয়র সৈয়দ আব্দুল রউফ মুক্তা, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।

Comments are closed.