আপাতত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের চিন্তা নেই : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ হঠাৎ করে বেড়ে চলেছে। সরকার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। বিষয়টি নিয়ে আমরাও উদ্বেগের মধ্যে রয়েছি। তবে আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের চিন্তাভাবনা নেই।
সচিবালয়ে আজ বুধবার নিজ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি সারা দেশে দুই হাজার ৭১৬ বেসরকারি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করারও ঘোষণা দেন।
করোনা পরিস্থিতির অবনতিতে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চাইলে ডা. দীপু মনি বলেন, ‘সরকার ইতোমধ্যেই ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকার আওতায় এনেছে। ১২ বছরের নিচের শিক্ষার্থীদেরও টিকা দেওয়ার বিষয়টি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিয়েছে। এ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজও করছে। ১২ বছরের কম বয়সিদের দ্রুত টিকা দিতে পারলে হয়তো সেটির প্রয়োজন হবে না। আমরা আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছি না।’
অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘বন্যায় অনেক শিক্ষার্থী বই হারিয়েছে। আমরা নতুন করে খোঁজ নিচ্ছি, কত জন শিক্ষার্থীর নতুন বই লাগবে। আমাদের কাছে প্রতিবছর স্টকে কিছু বই থাকে। কিন্তু, এবার বন্যায় এত ক্ষতি হবে, সেটা আমাদের বিবেচনায় ছিল না। প্রয়োজন হলে আমরা বই ছাপিয়ে হলেও শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেব। বই হাতে পৌঁছানোর পর অন্তত দুই সপ্তাহ তাদের সময় দিতে হবে। এরপর পরীক্ষা নেওয়া হবে।’
Comments are closed.