আফগানিস্তানের নতুন কোচ জোনাথন ট্রট

কয়েক মাস আগেই ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান গ্রাহাম থর্পকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু অসুস্থতার কারণে আফগান ক্রিকেট দলের দায়িত্ব নিতে পারেননি তিনি। তাই ফের নতুন কোচ নিয়োগ দিতে হলো আফগানিস্তানকে।
আয়ারল্যান্ড সফরের আগে থর্পের জায়গায় দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার জোনাথন ট্রটকে নিয়োগ দিয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
নতুন দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত ট্রট। রশিদদের দায়িত্ব নেওয়ার আনন্দ নিয়ে তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে অন্যতম রোমাঞ্চকর একটি দলের কোচ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আমি রোমাঞ্চিত। দুর্দান্ত খেলে ফল বের করে আনার সামর্থ্য থাকা একদল খেলোয়াড়ের সঙ্গে কাজ করার জন্য আমার তর সইছে না। তারা আফগানিস্তানের মানুষকে গর্বিত করবে।’
ট্রট আরো বলেছেন, ‘আমি বিশ্বাস করি যে, আফগানিস্তান প্রতিভায় ঠাসা একটি দল। এখানে প্রতিভা অনেক। তারা এমন সব খেলোয়াড় তৈরি করেছে, যারা নিজেদের মতো ক্রিকেটটা খেলার সামর্থ্য রাখে। খেলাটির প্রতি তাদের আবেগ অপ্রতিদ্বন্দ্বী।’
Comments are closed.