শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরের খামারকান্দি ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন গত রবিবার সন্ধ্যায় খামারকান্দি ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন যুবলীগের আহবায়ক আফাজ উদ্দিন লিটনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু। সম্মেলনের উদ্বোধন করেন শেরপুর উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক ও প্রধান বক্তা হিসেবে বক্তৃতা দেয় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোস্তাফিজার রহমান ভুট্টো। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খামারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান সরকার, সাধারণ সম্পাদক আয়নাল হক, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান সরকার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মারুফ হোসেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম তৌহিদ, নাহিদুল ইসলাম নিপুন ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান চান মোল্লা, সাজ্জাদুর রহমান রাজু, আবু সাঈদ প্রমুখ। সম্মেলনে আফাজ উদ্দিন লিটক কে সভাপতি ও সাইদুর রহমান রাজুকে সাধারণ সম্পাদক করে ইউনিয়ন যুবলীগের কমিটি ঘোষনা করা হয়।