আবাহনীকে হারিয়ে শেখ জামালের শিরোপার উল্লাস

২২৫
চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ছবি : সংগৃহীত

আগের ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে হেরে যাওয়ায় শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের অপেক্ষা বেড়েছিল। এবার আর তা হয়নি। জায়ান্ট আবাহনী লিমিটেডের বিপক্ষে জিতে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রথম শিরোপার উল্লাস করে শেখ জামাল।

গত আসরের চ্যাম্পিয়ন আবাহনীকে চার উইকেটে হারিয়েছে শেখ জামাল। আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়মে আবাহনী প্রথমে ব্যাট করে ২২৯ রান গড়ে। জবাবে নুরুল হাসান সোহানের অসাধারণ ব্যাটিং দৃঢ়তায় শেখ জামাল ছয় উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে।

ম্যাচে শেখ জামালের জয়ের নায়ক সোহান ৮১ বলে ৮১ রানের একটি ঝলমলে ইনিংস খেলেন। যাতে আটটি চার দুটি ছক্কার মার রয়েছে।

এই জয়ের সুবাদে ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করে শেখ জামাল। আর লিজেন্ডস অব রূপগঞ্জ সমান ম্যাচ থেকে ২০ পয়েন্ট ঝুলিতে পুরে দ্বিতীয় স্থানে রয়েছে।

বিস্তারিত আসছে…

Comments are closed.