নিজস্ব প্রতিবেদক : আমি আপনাদের ভাই,আপনাদের পাশেই থাকতে চাই কারো ভাতিজা,কারো সন্তান তুল্য,কারো আত্মীয়।আমি এই বন্ধনটুকুই আঁকড়ে ধরে থাকতে চাই।আমি এমপি নির্বাচিত হলে কেউ স্যার বলবেন না।এতে দুরত্ব বেড়ে যাবে। আমি কারো স্যার হতে চাইনা। রাজশাহীর-২ আসনে মশাল প্রতীকের প্রচারনাকালে সাধারন ভোটারদের উদ্দেশ্যে প্রার্থী আব্দুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী এসব কথা বলেছেন।
বৃহস্পতিবার (২১ডিসেম্বর) সকাল থেকেই তিনি নগরীর তালাইমারী শহীদ মিনার,বিনোদপুর বাজার,চৌদ্দপাই, মির্জাপুর আলোপট্টি,কুমার পাড়াসহ বিভিন্ন এলাকার ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারনা চালাচ্ছেন মশাল প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী।
জানা যায়,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ সদর আসনে জাসদের মনোনীত মশাল প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল মাসুদ শিবলী দলীয় নেতৃবৃন্দ কে সঙ্গে নিয়ে পাড়া মহল্লায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন।
এসময় অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে গণসংযোগে উপস্থিত ছিলেন,রাজশাহী মহানগর জাসদের সহ সভাপতি শাহরিয়ার রহমান সন্দেশ,সিনিয়র নেতা মোঃ শরাফত উল্লাহ,কোষাধ্যক্ষ আশরাফুল আলম সিদ্দিক,সাইদুর রহমান আইয়ুব,জনসংযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ জোহেব হোসেন রনি,সহ সম্পাদক পাভেল ইসলাম মিমুল, সদস্য ফয়সাল রহমান রানা,২৫ নং ওয়ার্ড জাসদের সভাপতি মোবারক হোসেন খোকন,বাংলাদেশ ছাএলীগ জাসদ রাজশাহী মহানগর সভাপতি শাহরিয়ার রহমান হিমেল,সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন সোহাগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।