আমেরিকা সরলে ইরান পাল্টা ব্যবস্থা নেবে
আন্তর্জাতিক অনলাইন ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বের হয়ে গেলে ইরান পাল্টা অনেকগুলো ব্যবস্থা নেয়ার পরিকল্পনা হাতে নিয়েছে।
ইরান সফররত সুইডেনের পররাষ্ট্র সচিব আনিকা সোডের’র সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি। গতকাল রবিবার তেহরানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ব্যাপারে যে নীতি-অবস্থান গ্রহণ করেছেন সে সম্পর্কে তেহরানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি।
জাওয়াদ জারিফ বলেন, আমেরিকা যাতে ইরানের পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করে সে লক্ষ্যে ইউরোপীয় দেশগুলোকে আরো বেশি চেষ্টা চালাতে হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে সুইডেনের পররাষ্ট্রসচিব পরমাণু সমঝোতার প্রতি তার দেশের সমর্থন ঘোষণা করে বলেন, আন্তর্জাতিক প্রচেষ্টার ফসল হিসেবে অর্জিত পরমাণু সমঝোতা রক্ষা করা উচিত বলে সুইডেন মনে করে।
ব্রেকিংনিউজ/