স্টাফ রিপোর্টার : নানা আয়োজনে পালিত হচ্ছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)র ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী। শুক্রবার সকালে রাজশাহী নগরীর ভেড়িপাড়া মোড়ে প্রধান অতিথি আইজিপি ড. বেনজীর আহমেদ বেলুন ফেস্টুন ও কবুতর অবমুক্তকরণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়। এ সময় সেখানে বিশেষ রক্তদান কর্মসূচি ও অনাবাদী জমিতে সবজি চাষ এবং মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজিপি ড. বেনজীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে সারদা পুলিশ একাডেমীর প্রিন্সিপ্যাল আবু হাসান মুহম্মদ তারিক, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন সহ রাজশাহী রেঞ্জ, আরএমপি এবং জেলার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও আরএমপি পুলিশের ব্যান্ড দল অংশ গ্রহন করে।
Comments are closed.