আরব আমিরাতের গোল্ডেন ভিসা পেলেন মামুটি-মোহনলাল

২৮৫
মালয়ালাম মেগাস্টার মামুটি ও মোহনলাল। ছবি : সংগৃহীত

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের দুই মেগাস্টার মামুটি ও মোহনলালকে গোল্ডেন ভিসা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। প্রথম বারের মতো সংযুক্ত আরব আমিরত সরকার মালয়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির দুই তারকাকে সম্মানিত করল।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিটের প্রতিবেদনে আরও বলা হয়েছে, খুব শিগগিরই মামুটি ও মোহনলাল ১০ বছর মেয়াদি গোল্ডেন ভিসা গ্রহণ করবেন।

সম্প্রতি মামুটি গোল্ডেন ভিসা নিতে দুবাইয়ে উড়াল দিয়েছেন। অন্যদিকে, এ সপ্তাহের শেষের দিকে দুবাইয়ে যাবেন মোহনলাল।

২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাত গোল্ডেন ভিসা সিস্টেম চালু করে। এ ভিসা থাকলে সে দেশে কোনও স্পন্সর ছাড়াই কাজ ও বাস করা যাবে। ১০ বছর পরে স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে ভিসা।