আলজেরিয়ায় প্রেসিডেন্টকে সরানোর দাবি সেনাবাহিনীর
আন্তর্জাতিক ডেস্ক: আলজেরিয়ায় প্রেসিডেন্ট আব্দুল আজিজ বোতেফ্লিকাকে দেশ শাসনের অনুপযুক্ত ঘোষণা করে তাকে ক্ষমতা থেকে সরানোর দাবি তুলেছে সেনাবাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, গত মাসে শুরু হওয়া প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভের জেরে মঙ্গলবার (২৬ মার্চ) এক টেলিভিশন ভাষণে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল গায়েদ সালাহ বলেন, ‘আমাদেরকে খুব দ্রুত এই সংকট সমাধানে সাংবিধানিক কাঠামোর মধ্যে অবশ্যই একটি পথ খুঁজে পেতে হবে’।
ভাষণে তিনি প্রেসিডেন্টকে অপসারণ করা এবং তার স্থলে ৪৫ দিনের জন্য একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের ডাক দিয়েছেন।
সেনাপ্রধান আরো বলেন, ‘ভবিষ্যতের জন্য সেনাবাহিনী ও জনগণের ঐক্যবদ্ধ লক্ষ্য রয়েছে।’ রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে সংবিধানের ১০২ অনুচ্ছেদ ব্যবহারের আহ্বান জানান তিনি।
লেফটেন্যান্ট জেনারেল গায়েদ সালাহ আরো বলেন, ‘এ সমস্যার সমাধান আমাদের ঐক্যমত্যের মাধ্যমেই হবে এবং সবাই তা মেনে নেবে।’
দেশটির সংবিধান অনুযায়ী, সিনেটের প্রধান আবদেলখাদের বানসাল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পাবেন।
এদিকে সেনাপ্রধানের ভাষণের পরই বিশেষ বৈঠকে বসে দেশটির সাংবিধানিক পরিষদ। ২০১৩ সালে স্ট্রোক করার পর খুব কম সময়ই প্রকাশ্যে এসেছেন ২০ বছর ধরে ক্ষমতা আকড়ে রাখা ৮২ বছর বয়সী প্রেসিডেন্ট বোতেফ্লিকা।
গেল মাসে পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দিলেও আন্দোলনের মুখে তা আবার প্রত্যাহার করেন তিনি। এখন নির্বাচন পিছিয়ে দিয়ে শাসন দীর্ঘায়িত করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
এদিকে বিক্ষোভের মধ্যে চলতি মাসের শুরুর দিকে দেশটির প্রধানমন্ত্রী আহমেদ ওউয়াহিয়া পদত্যাগ করেন। তার পরিবর্তে দায়িত্বগ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী নৌরেদ্দিন বেদোই।সূত্র: ব্রেকিংনিউজ/