আলমডাঙ্গায় ট্রাক চাপায় স্কুলছাত্রের মৃত্যু

0 ২৭০

আলমডাঙ্গা থেকে, আল-আমিন হোসেন: চুয়াডাঙ্গার জেলার আলমডাঙ্গা উপজেলাতে ট্রাক চাপায় আয়ান(১০) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরে আলমডাঙ্গার রোয়াকুলি গ্রামের বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাকচালক ও হেলপারকে আটক করেছে। এছাড়াও ট্রাকটি জব্দ করা হয়েছে।

আয়ান আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামের স্কুলপাড়ার ওল্টু বিশ্বাসের ছেলে। সে রোয়াকুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। তার লাশ নিজ বাড়িতে নেয়া হয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, দুপুরে বদরগঞ্জ নামক স্থান থেকে চুল কাটিয়ে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিল। এ সময় রোয়াকুলি বটতলা নামক স্থানে পৌঁছালে পিছন দিক থেকে আসা দ্রুতগামী বালি বোঝাই একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে মারা যায়। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি।

Leave A Reply

Your email address will not be published.