আলমডাঙ্গায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

0 ১,৩৫৭
আলমডাঙ্গা প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট , বালক (অনূর্ধ্ব-১৭)’-২০২৩-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। সোমবার (১০ই জুলাই ) দুপুর ৩ টায়  আলমডাঙ্গা বি-টিম মাঠে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাড়াদী ইউনিয়ন বনাম ডাউকি ইউনিয়ন মুখোমুখি হয়। উদ্বোধনী খেলায়  বাড়াদী ইউনিয়ন ৮-১গোলে ডাউকি ইউনিয়নকে পরাজিত করে।

ক্রীড়া অধিদপ্তরের সহযোগিতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্ট।
অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃআইয়ুব হোসেন,সহকারী কমিশনার ভূমি রেজওয়ান নাহিদ,   আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান সালমনুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু,,আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ,প্যানেল মেয়র মজিবুল হক, আলমডাঙ্গা উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহীল কাফি, বাড়াদী ইউপি চেয়ারম্যান তোবারক হোসেন, ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলামসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।

এ টুর্নামেন্টে ১৫ টি ইউনিয়ন এবং একটি পৌরসভা দিয়ে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে।১৬টি দলের মধ্যে বিজয়ী দুটি দল আগামী ১৮-০৭-২০২৩ রোজ মঙ্গলবার  আলমডাঙ্গা বি-টিম মাঠে  দুপুর ২:৩০ মিনিটের সময় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Leave A Reply

Your email address will not be published.