আলমডাঙ্গায় বেলগাছি ইউনিয়ন বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

0 ২৪২

আল আমিন হোসেন, আলমডাঙ্গা থেকে: ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ প্রতিপাদ্যে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং ও আত্নহত্যা প্রবণতা প্রতিরোধ, বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জনসচেতনামূলক কার্যক্রমের অংশ হিসেবে আলমডাঙ্গায় বেলগাছি ইউনিয়নে  বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হলো ।
সোমবার  (৮ মে )  বিকাল ৫ টায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার   আব্দুল্লাহ্ আল-মামুনের নির্দেশনায় সকল থানা এলাকায় বিট পুলিশিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায়  আলমডাঙ্গা থানা পুলিশের উদ্যোগে ১১নং বিট এলাকায় বেলগাছি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে  এ কার্যক্রম পরিচালিত হয়।

উক্ত অনুষ্ঠানে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আনিসুজ্জামান লালন , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গা। এসময় আরো উপস্থিত ছিলেন, ১১ নং বেলগাছি  ইউনিয়নে পরিষদের  চেয়ারম্যান মোঃ মাহমুদুল হাসান (চঞ্চল), ইকরামুল হোসাইন, পুলিশ পরিদর্শক (তদন্ত), আলমডাঙ্গা থানা, এসআই(নিঃ) মনির, বিট অফিসার, ১১নং বিট, সহকারি বিট অফিসার এ এস আই(নি:) রাসেল তালুকদার সহ সাংবাদিকবৃন্দ, স্থানীয় গন্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার  আনিসুজ্জামান (লালন) বলেন, মাদক-চোরাচালান, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং ও আত্নহত্যা প্রবণতা প্রতিরোধ, বাল্য বিবাহ মুক্ত সমাজ বিনির্মানে সকলের সহযোগিতা কামনা করেন। আগামী প্রজন্মকে সুন্দর সমাজ উপহার দিতে ঐক্যবদ্ধভাবে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে উদাত্ত আহ্বান জানান।

Leave A Reply

Your email address will not be published.