আল-আমিন হোসেনঃ গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এসআই মোঃ মাহামুদুল হাসান মিন্টু সঙ্গীয় ফোর্সসহ মোঃ সাদ্দাম (২২) নামের এক চোরাকারবারি কে আাটক করে ।
গতকাল ০৯.০৭.২৩ রোজ রবিবার ১২:৫০ মিনিটের সময় আলমডাঙ্গা পৌরসভাধীন গোবিন্দপুর মাঠপাড়াস্থ খাইরুল ইসলাম এর বাড়ীর সামনে হইতে তাকে আটক করে ।
আটককৃত আসামির নিকট হইতে ২০ কেজি ২০০ গ্রাম বিভিন্ন সাইজের লোহার রড ও একটি ১০ কেজি ওজনের বাটখারাসহ হাতে নাতে আটক হয়। তিনি দীর্ঘদিন যাবত চোরাই কারবাড়ির সাথে জড়িত বলে এলাকাবাসী জানান।
আটককৃত আসামি আলমডাঙ্গা পৌরসভা বাবুপাড়ার মৃত আকমল হোসেনের ছেলে ।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।