আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি’র সচেতনতামূলক কার্যক্রম

২৫৬

মো: পাভেল ইসলাম, রাজশাহী: আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সড়কের শৃংখলা, নিরাপদ ভ্রমণ ও যাত্রীসেবা নিশ্চিত কারার লক্ষে আরএমপি’র পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক এর দিকনির্দেশনায় ট্রাফিক বিভাগ সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) আরএমপি’র ট্রাফিক বিভাগ ঢাকা বাস টার্মিনাল, ভদ্রা বাস টার্মিনালে এ সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে। এসময় উপ-পুলিশ কমিশনার (ট্র্যাফিক) অনির্বান চাকমা যাত্রী, পরিবহণ মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সাথে সড়কের শৃংখলা, নিরাপদ ভ্রমণ, যাত্রীসেবা ও নির্ধারিত ভাড়া নিয়ে আলোচনা করেন।

সচেতনতামূলক কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন বিআরটিএ এর কর্মকর্তা ও পরিবহণ মালিক-শ্রমিক নেতৃবৃন্দ।

Comments are closed.