বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুক্তার আলীর মা রফিজান বেওয়ার কুলখানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে পৌরসভার পিয়াদাপাড়া মহল্লায় নিজ বাড়িতে এই কুলখানি অনুষ্ঠিত হয়।
আয়োজিত কুলখানি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র মুক্তার আলী। উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, নাটোর পল্লী বিদ্যুৎ-২ এর জিএম নিতাই কুমার সরকার, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা, অফিসার ইনচার্জ (তদন্ত) হীরেন্দ্রনাথ প্রামানিক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির রাজনৈতিক পিএস জোবায়ের আহম্মেদ রোবন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, আড়ানী পৌর আওয়ামীলীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ, সাধারণ সম্পাদক আবুদল মতিন, আওয়ামীলীগ নেতা কামাল হোসেন, মামুন হোসেন, যুবলীগ নেতা কামরুজ্জামান নিপন, মোকাদ্দেস হোসেন, কামরুল হাসান জুয়েল প্রমুখ।
উল্লেখ্য আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর মা রফিজান বেওয়া ১৩ জানুয়ারী বেলা ৩টার দিকে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।#
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Prev Post
Next Post