ইউক্রেনে রুশ হামলায় ১০৭ শিশু নিহত, আহত ১২০

২৫৬
ইউক্রেনের ইরপিন শহরে রাশিয়ার আগ্রাসন। ছবি : রয়টার্স

রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১০৭ শিশু নিহত হয়েছে। এসময় ১২০ জনের বেশি শিশু আহত হয়েছে। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিস এ কথা জানিয়েছে।

বৃহস্পতিবার প্রসিকিউটর জেনারেল অফিসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভ, খারকিভ, দোনেৎস্ক, চেরনিহিভ, সুমি, খেরসন, মাইকোলাইভ এবং জাইটোমির অঞ্চলে বেশিরভাগ মৃত্যুর খবর পাওয়া গেছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, এসময় ইউক্রেনের ৪১০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান রুশ বাহিনীর গোলাগুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও অন্তত ১১টি হাসপাতালে গোলাবর্ষণ করা হয়েছে বলেও জানিয়েছে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিস।

Comments are closed.