ইউক্রেন যুদ্ধ একদিনেই বন্ধ করতে পারব, দাবি ট্রাম্পের
ইউক্রেন রাশিয়ার আগ্রাসন ৩৮২তম দিনে পড়েছে। এ যুদ্ধ কবে থামবে তার কোনো ইয়াত্তা নেই। তবে, যুদ্ধ বন্ধের একটি ফর্মুলা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিনেই যুদ্ধ বন্ধ করতে পারবেন বলেও জানিয়েছেন তিনি। একইসঙ্গে বলেছেন—যুদ্ধ বন্ধের জন্য বেশ কিছু ইউক্রেনীয় ভূখণ্ড রাশিয়াকে দখলে নেওয়ার জন্য অনুমতি দিতেন। আজ রোববার (১২ মার্চ) এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘যদি আমি ক্ষমতায় থাকতাম তাহলে যুদ্ধ বন্ধের জন্য রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করতাম। তাদের বেশ কিছু ইউক্রেনীয় ভূখণ্ড দখলের অনুমতি দিতাম।’ এমনকি, ট্রাম্প ক্ষমতায় থাকলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই আগ্রাসন চালাতেন না বলে অভিমত প্রকাশ করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।
জনপ্রিয় উপস্থাপক শন হ্যানিটির রেডিও শোতে ট্রাম্প বলেন, ‘ভুললে চলবে না, বুশের আমলে রাশিয়া জর্জিয়া দখল করেছিল, আর ওবামার সময়ে ক্রিমিয়া। তারা নিজেদের ইচ্ছেমতে সবকিছু দখল করে নিচ্ছে। আমার মনে হচ্ছে, তারা সবকিছু দখলে নিয়ে নেবে।’
সাবেক এই প্রেসিডেন্ট আরও বলেন, ‘ট্রাম্প, অর্থাৎ আমার আমলে রাশিয়া কী নিয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। তারা কিচ্ছু নিতে পারেনি। পুতিন বুঝেছিলেন, আমার সময়ে কিছু নেওয়া যাবে না।’
রেডিও শোতে ট্রাম্প বলেন, ‘তারা কোনো আলোচনা ছাড়াই সব নিয়ে নিচ্ছে। আমি ক্ষমতায় থাকলে আলোচনা করতে পারতাম। সবচেয়ে খারাপ চুক্তিটি হলেও করতাম, যা কিনা রাশিয়াকে ইউক্রেনের কিছু অংশ নিজেদের সঙ্গে যুক্ত করার অনুমতি দিত। সেসব অঞ্চলগুলো রুশ ভাষাভাষী এলাকা।’ তিনি আরও দাবি করেন, ‘আমি ক্ষমতায় থাকলে একদিনেই যুদ্ধ শেষ হয়ে যেত।’