ইউক্রেন সীমান্তে বেলারুশের সেনা মোতায়েন

0 ১১২

বিডিসংবাদ২৪ ডটকম ডেস্ক: বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো জানিয়েছেন, বেলারুশ সীমান্তে ইউক্রেন এক লাখ ২০ হাজারেরও বেশি সেনা মোতায়েন করেছে। এর প্রতিক্রিয়ায় মিনস্ক সমগ্র সীমান্তে তার সশস্ত্র বাহিনীর প্রায় এক তৃতীয়াংশ মোতায়েন করেছে। রোববার লুকাশেঙ্কো এ তথ্য জানিয়েছেন।

লুকাশেঙ্কো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন কট্টর মিত্র।

রুশ টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে লুকাশেঙ্কো বলেছেন, ‘তাদের (ইউক্রেনের) আক্রমনাত্মক নীতি দেখে, আমরা পুরো সীমান্তে আমাদের সামরিক বাহিনী মোতায়েন করেছি এবং নির্দিষ্ট পয়েন্টে স্থাপন করেছি – যুদ্ধের ক্ষেত্রে, তারা প্রতিরক্ষা হবে।’

ইউক্রেনীয় সীমান্ত পরিষেবার মুখপাত্র আন্দ্রে ডেমচেঙ্কো রোববার ইউক্রেনীয় সংবাদমাধ্যম ইউক্রেনস্কা প্রাভদাকে বলেছেন, বেলারুশের সাথে সীমান্তে পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

তিনি বলেন, ‘আমরা আমাদের সীমান্তের কাছে বেলারুশিয়ান ইউনিটের সরঞ্জাম বা কর্মীদের সংখ্যা বাড়াতে দেখছি না।

 

সুত্র: রাইজিংবিডি.কম

Leave A Reply

Your email address will not be published.