ইন্দোনেশিয়ায় রাতভর সংঘর্ষে নিহত ৬
মঙ্গলবার (২১ মে) সারা রাত ধরে এই সংঘর্ষ চলে। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ শুরু হলেও সন্ধ্যার দিকে তা সহিংস রূপ নেয়। দেশটির পুলিশের মুখপাত্র দেদি প্রাসেতিও জানান, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল ছুঁড়তে থাকে। আগুন ধরিয়ে পুলিশের ডরমেটরিতে। আগুন দিয়ে পুড়িয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর অনেকগুলো গাড়ি। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ করতে টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করে।
গত ১৭ এপ্রিল ভোট অনুষ্ঠিত হয়। আর ফলাফল ঘোষণা করা হয় মঙ্গলবার সকালে। এতে বর্তমান জোকো উইদোদো ৫৫ শতাংশ ভোট দ্বিতীয়বার নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রাবোয়ো সুবিয়ান্তো পান ৪৪ দশমিক পাঁচ শতাংশ ভোট। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেন প্রাবোয়ো।সূত্র: ব্রেকিংনিউজ/