ইন্দোনেশিয়ায় সোনার খনিতে ভূমিধসে ৬ শ্রমিকের প্রাণহানি

0 ৪৩৮

ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় সুলাওয়েসি প্রদেশে একটি অবৈধ সোনার খনিতে ভূমিধসের ঘটনায় অন্তত ৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

টানা কয়েকদিন ভারি বৃষ্টিপাতের পর গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয় বুরাঙ্গা গ্রামের ওই খনিতে ভূমিধসের ঘটনা ঘটে।

প্রাদেশিক দুর্যোগ মোকাবিলা সংস্থার বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

দুর্যো সংস্থাটির উদ্ধারকারীদের পাশাপাশি পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরাও উদ্ধারকাজে অংশ নিয়েছেন। দুর্যোগ সংস্থা মাটি খুঁড়ে তল্লাশি চালাতে ভারি যন্ত্রপাতি স্থাপন করেছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ওই খনি থেকে অন্তত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও অন্তত ১ জন ভেতরে নিখোঁজ রয়েছেন বলে সংস্থাটি জানিয়েছে।

এ বিষয়ে প্রাদেশিক রাজধানী পালু থেকে তল্লাশি ও উদ্ধারবিষয়ক কর্মকর্তা ফাতমাবতী জানিয়েছেন, এখন পর্যন্ত যা জানা গেছে মৃতের সংখ্যা তার চেয়েও বেশি হতে পারে।

Leave A Reply

Your email address will not be published.