ইমরান খানের জামিনের মেয়াদ বাড়ল
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের সুরক্ষামূলক জামিন ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন তার আইনজীবী। খবর রয়টার্সের।
এর আগে, ইসলামাবাদ হাই কোর্ট থেকে গত শুক্রবার জামিন পান ইমরান খান। এই জামিনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল বুধবার। কিন্তু মামলার বিস্তারিত প্রস্তুতির জন্য কৌঁসুলি আরও সময় চাওয়ার পর জামিনের মেয়াদ বাড়ানো হয় বলে জানিয়েছেন তার আইনজীবী।
কাদির খান ট্রাস্ট মামলায় গত ৯ মে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল দেশজুড়ে। এতে অন্তত ৮ জন নিহত হয়।