ইরাকে বোমা বিস্ফোরণে নিহত ৩৫

0 ১,১৯০

আন্তর্জাতিক ডেস্ক :  ইরাকের রাজধানী বাগদাদে আজ দুপুরে একটি ব্যস্ত চত্বরে বোমা বিস্ফোরণে ৩ পুলিশসহ ৩৫ জন নিহত হয়েছেন। এ হামলায় আরো ৬১ জন আহত হয়েছেন।

বাগদাদের শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চলীয় জেলা সদর সিটিতে এ হামলা চালানো হয়। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ হাতাহতের খবর জানিয়েছে।

জানা যায়, এ হামলার টার্গেট ছিল দিনমজুররা। তারা ওই চত্বরে দাঁড়িয়ে সদর সিটির ৫৫তম ইন্টারসেকশনে যেতে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। সদর সিটির ওই ব্যস্ত চত্বরটি হামলার সময় জনাকীর্ণ ছিল।

জনাকীর্ণ অবস্থার মধ্যে বিস্ফোরণে এতো বেশি মানুষের প্রাণহানি হল। তবে আইএসের পরিচালিত সংবাদ সংস্থা আমাকের পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলার লক্ষ্যবস্তু ছিল ধর্মভ্রষ্ট শিয়া সম্প্রদায়ের লোকেরা।

Leave A Reply

Your email address will not be published.