ইরানের ১৪ মিলিয়ন টনের মৌলিক পণ্য আমদানি

0 ২৭৫

আন্তর্জাতিক ডেস্ক: চলতি ইরানি বছরের শুরু থেকে (২০ মার্চ ২০১৯) এ পর্যন্ত প্রায় ১৪ মিলিয়ন টন মৌলিক পণ্য আমদানি করেছে ইরান। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরসিএ) প্রধান মেহদি মির আশরাফির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা আইআরএনএ।

তিনি জানান, ইরান চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ২০ মিলিয়ন টন পণ্য আমদানি করেছে। এরমধ্যে ১৪ মিলিয়ন টন মৌলিক পণ্য।

আগের বছরের একই সময়ের তুলনায় উল্লিখিত সময়ে দেশে আমদানির জন্য ২২ শতাংশ পণ্য বেশি ছাড় করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, আইআরসিএ এর বিভিন্ন অঙ্গ-প্রতিষ্ঠানের মধ্যে ঘনিষ্ট সহযোগিতা ও সমন্বয়ের ফলে এই অগ্রগতি সম্ভব হয়েছে। সূত্র: তেহরান টাইমস।

Leave A Reply

Your email address will not be published.