ইসরাইলের বিপক্ষে ম্যাচ বাতিল করলো আর্জেন্টিনা
সংস্থাটি জানায়, নিরাপত্তাজনিত সমস্যার কারণে ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল বার্সেলোনাতে অনুশীলন করছিল আর্জেন্টিনা ফুটবল দল। কিন্তু দল যখন মাঠে অনুশীলনে ব্যস্ত তখন মাঠের বাইরে হাজার হাজার মানুষ জেরুজালেমে খেলতে না যাওয়ার প্রতিবাদ করে আসছিল। রক্তের রঙে পুরো অনুশীলন মাঠের আশপাশ রাঙ্গিয়ে দিয়েছিল আন্দোলনকারীরা। সেটা দেখেই ভড়কে যায় আর্জেন্টিনা দল। সঙ্গে সঙ্গে ফুটবল ফেডারেশনকে ব্যাপারটি জানানো হয়। এরপরই ইসরাইলের সঙ্গে আয়োজিত ম্যাচটি বাতিল করা হয়।
এর আগে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান জিব্রিল রাজৌব ইসরাইলের বিপক্ষে খেলতে গেলে মেসির ছবি-জার্সি পুড়িয়ে প্রতিবাদ করার ডাক দিয়েছিলেন।
আগামী ৯ জুন এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। প্রীতি ম্যাচের জন্য নির্বাচন করা হয়েছে জেরুজালেমের টেডি স্টেডিয়াম।
ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে এ ম্যাচটি খেলতে রাজি হওয়ায় বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থকের সমালোচনার মুখে পড়ে দুবারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। এর বড় কারণ হল আর্জেন্টিনার খেলোয়াড়রা যেই টেডি স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছেন এখানে এক সময় ফিলিস্তিনের একটি গ্রাম ছিল।
দখলদার ইসরাইলের সেনাবাহিনী ১৯৪৮ সালে স্টেডিয়ামটি তৈরির সময় ফিলিস্তিনের অধিবাসীদের উচ্ছেদ ও গ্রামটি ধ্বংস করে দেয়। এ স্টেডিয়ামটি ফিলিস্তিনিদের গুপ্তহত্যায় ব্যবহৃত হত।
ব্রেকিংনিউজ/