ইসরায়েল সংঘাতে তৃতীয় পক্ষের জড়ানোর ঝুঁকি ‘অত্যধিক’ : ক্রেমলিন
ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের সংঘাতে তৃতীয় পক্ষ জড়ানোর ঝুঁকি অত্যধিক বলে জানিয়েছে রাশিয়া। আজ সোমবার (৯ অক্টোবর) ক্রেমলিন থেকে এই মন্তব্য আসে। খবর এএফপির।
প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, হামাস ও ইসরায়েলের সংঘাতের শুরু থেকেই তেল আবিবকে সমর্থন দিয়ে আসছে পুরোনো ঘনিষ্ঠ মিত্র ওয়াশিংটন। ইতোমধ্যে ইসরায়েলেকে সহায়তা দেওয়ার জন্য তাদের রণতরী দেশটির কাছাকাছি পৌঁছেছে। এরই মধ্যে ক্রেমলিন থেকে এমন মন্তব্য এলো।
গত শনিবার আকস্মিকভাবে ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে হতভম্ব হয়ে পড়ে ইসরায়েলিরা। পাল্টা জবাবে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামলার পরেই ইসরায়েলকে সমর্থন দেওয়া ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলকে সামরিক সহায়তা করার কথা জানান এক মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তা। এ ছাড়া গতকাল রোববার ইসরায়েলকে অতিরিক্ত সহায়তা দেওয়া জন্য গোয়াইট হাউসকে নির্দেশ দেন বাইডেন।
আজ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, চলমান এই সংঘাতে তৃতীয় পক্ষ জড়াতে পারে। এই ঝুঁকি অতি প্রবল। পেসকভ বলেন, ‘উত্তেজনা কমাতে ও সামরিক সমাধান থেকে দূরে সরাতে দ্রুততম সময়ের মধ্যে আলোচনা প্রক্রিয়ার দিকে এগিয়ে যাওয়ার উপায় খুঁজে বের করা খুবই গুরুত্বপূর্ণ।’
অঞ্চলটিতে শান্তি প্রণয়ন ও সংঘাত প্রশমনে দুপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলে জানিয়েছে রাশিয়া।