ঈদে দেশে ফিরছেন না শাকিব খান
দেশের একাধিক গণমাধ্যমকে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান জানিয়েছিলেন আসন্ন পবিত্র ঈদুল আজহা ঢাকায় পালন করবেন তিনি। তবে শেষ পর্যন্ত ঈদে দেশে ফিরছেন না এই চিত্রনায়ক।
শাকিব খান জানিয়েছেন, ঈদুল আজহায় যুক্তরাষ্ট্রেই থাকছেন। ঈদের পর, চলতি মাসেই দেশে ফিরবেন।
যদিও কী কারণে ঈদে দেশে ফিরছেন না, সেই কারণ জানাননি। তবে শাকিবের এক ঘনিষ্ঠ সূত্র এনটিভি অনলাইনের কাছে দাবি করেছে, পাসপোর্ট জটিলতায় চাইলেও দেশে ফিরতে পারছেন না নায়ক।
গত বছরের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান। সব ছেড়ে যে জন্য যুক্তরাষ্ট্রে গত বছরের নভেম্বর থেকে পড়ে আছেন নায়ক, সেই যুক্তরাষ্ট্রে স্থায়ী আবাসনের প্রাথমিক স্বপ্ন পূরণ হয়েছে।
ঈদের সিনেমা মানেই শাকিব খানের রাজত্ব। গেল ১৭ বছর ধরে এই নিয়ম চলে আসছে। এবার ব্যত্যয় হচ্ছে এই নিয়মের। আসন্ন পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে না শাকিব খানের কোনও সিনেমা।
Comments are closed.