ঈশ্বর তোমাদের ক্ষমা করবেন না : রুশ বাহিনীকে জেলেনস্কি
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ খারকিভ, মারিওপোল ও সুমি শহরে সাময়িক অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। বেসামরিক নাগরিকদের এলাকা ছাড়ার সুযোগ দিতে মানবিক কারণে এ ঘোষণা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
এদিকে, চলমান এ সংঘর্ষের মধ্যে রাশিয়াকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের বেসামরিক নাগরিকদের হত্যার অভিযোগ এনে তিনি বলেন, ‘ঈশ্বর তোমাদের ক্ষমা করবেন না, ইউক্রেনও তোমাদের ভুলবে না।’
সংবাদমাধ্যম ইয়াহু নিউজ ও ডেইলি মেইল আজ সোমবার তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ইউক্রেনে রুশ হামলার আজ ১২তম দিন। এদিন সকালেও ইউক্রেনে বোমা হামলার অভিযোগ এনেছে ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমরা তোমাদের ক্ষমা করব না। আমরা কোনো কিছুই ভুলব না।’
রোববার রাতে জেলেনস্কি চার্চে মৃতদের আত্মার শান্তি কামনায় দেওয়া এক বক্তব্যে বলেন, ‘হাজার হাজার মানুষ আজ বিনা অপরাধে রাশিয়ার আক্রমণে আহত হয়েছে। ঘর ছেড়েছে লক্ষাধিক মানুষ। এই অপরাধের দায়ভার সব রাশিয়ার। তাদের এই অপরাধ আমরা কখনোই ভুলব না। আজ বা কাল অথবা যেকোনো দিন তাদেরকে এই অপরাধের শাস্তি ভোগ করতে হবে।’
জেলেনস্কি বলেন, ‘পুতিন বাহিনী বেসামরিক লোকদেরকে নিরাপদ জায়গায় সরে যাওয়ার জন্য সাময়িক অস্ত্রবিরতি ঘোষণা করে। তাদের সেই কথায় বিশ্বাস করে হাজার হাজার ইউক্রেনীয় নিরাপদ স্থানে যাওয়া শুরু করে। কিন্তু পুতিন বাহিনী তাদের কথা না রেখে নিরপরাধ বেসামরিকদের ওপর বোমা হামলা চালায়।’
এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কিয়েভসহ চারটি শহরে হামলা বন্ধ করে মানবিক করিডোর খুলে দেবে রুশ সামরিক বাহিনী। মস্কোর স্থানীয় সময় আজ সোমবার (৭ মার্চ) সকাল ১০টা থেকে (বাংলাদেশ সময় দুপুর ১টা) এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে ঘোষণা করা হয়।
মূলত শহরগুলোতে আটকে পড়া নারী ও শিশুসহ সাধারণ মানুষকে নিরাপদে বের হওয়ার সুযোগ দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর ব্যক্তিগত অনুরোধে এবং সেসব শহরের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মানবিক করিডোর খুলে দেওয়া হয়।
Comments are closed.