উঠতি নায়িকা রিপাকে স্বর্ণের পায়েল উপহার পরী মণির

১৯৪
উঠতি নায়িকা রাজ রিপাকে চিত্রনায়িকা পরী মণির স্বর্ণের পায়েল উপহার। ছবি : সংগৃহীত

জামিনে মুক্ত ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি উঠতি নায়িকা রাজ রিপাকে স্বর্ণের পায়েল উপহার দিয়েছেন। পরী মণি কারাবন্দি থাকা অবস্থায় তাঁর মুক্তি দাবিতে শাহবাগের মানববন্ধনে অংশ নিয়েছিলেন রাজ রিপা।

Comments are closed.